ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘মরদানি টু’র লুকে হাজির রানী মুখার্জি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, মার্চ ২৭, ২০১৯
‘মরদানি টু’র লুকে হাজির রানী মুখার্জি রানী মুখার্জি

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের সুপারহিট সিনেমা ‘মরদানি’র সিক্যুয়েল নির্মিত হচ্ছে। মঙ্গলবার (২৬ মার্চ) থেকে রানী মুখার্জি অভিনীত সিনেমাটির শুটিং শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে। এই অভিনেত্রীকে এবারো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রানী মুখার্জির ‘মরদানি টু’র ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতারা। শুটিংয়ের সময় তোলা ছবিটি এরই মধ্যে রানী ভক্তদের নজর কেড়েছে।

‘মরদানি’তে শিশু পাচার ও মাদক বিরোধী গল্প দেখা গেছে। এবার আরও ভয়াবহ অপরাধ ও ২১ বছর বয়সী নিষ্ঠুর অপরাধীদের বিরুদ্ধে রানীকে লড়তে দেখা যাবে।

‘মরদানি টু’ পরিচালনা করছেন প্রথম কিস্তির গল্পকার গোপি পুত্ররান। আদিত্য চোপড়ার সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস।

চলতি বছরই ‘মরদানি টু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।