bangla news

লাইসা আহমেদ লিসার গানের সিডির মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-২১ ১২:৫৫:৩৭ এএম
মোড়ক উন্মোচনকালে গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক গোলাম মুরশিদ। ছবি: বাংলানিউজ

মোড়ক উন্মোচনকালে গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক গোলাম মুরশিদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: বেঙ্গল ফাউন্ডেশনের নিবেদনে প্রকাশিত হলো শিল্পী লাইসা আহমদ লিসার গানের সিডি ‘কে গো গাহিলে’।

বুধবার (২০ মার্চ) রাজধানীর ছায়ানট মিলনায়তনে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক গোলাম মুরশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং শিল্পী লাইসা আহমদ লিসা।

অধ্যাপক গোলাম মুরশিদ বলেন, অতুলপ্রসাদ নিজের বেদনাকে গানের কথায় সুরে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরেছেন। এটাই মহৎ সাহিত্যের গুণ। রবীন্দ্রসঙ্গীত যেমন বাংলার প্রধান গান তার চেয়ে অনেক কম গান লিখেও অতুলপ্রসাদের গান বাংলার প্রদান ধারার গান হিসেবে বিবেচিত হয়। 

লিসার সম্পর্কে তিনি বলেন, বুলবুলি পাখির গান গাওয়া যেমন ধর্ম তেমনি লিসার ধর্মও গান গাওয়া।

লুভা নাহিদ চৌধুরী বলেন, অতুলপ্রসাদের গান লিসার কণ্ঠে নতুন মাত্রা পায়।

পরে লাইসা আহমদ লিসার তার অ্যালবামে স্থান পাওয়া গানগুলির মধ্যে থেকে বেশকটি গান গেয়ে শোনান।

লাইসা আহমদ লিসার ‘কে গো গাহিলে’ অ্যালবামটিতে যে গানগুলো রয়েছে সেগুলো হলো- ‘প্রবল ঘন মেঘ আজি’, ‘জল বলে, চল’, ‘মন-পথে এল বনহরিণী’, ‘কে গো গাহিলে পথে’, ‘কে গো তুমি আসিলে অতিথি’, ‘কে আবার বাজায় বাঁশি’, ‘মেঘেরা দল বেধে যায়’,  ‘মধুকালে এলো হোলি’, ‘মুরলী কাঁদে ‘রাধে রাধে’ ব’লে’, ‘আমি বাঁধিনু তোমার তীরে তরণী’।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এইচএমএস/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-03-21 00:55:37