bangla news

যৌন হেনস্থা নিয়ে মুখ খুলতে নারাজ ফাতিমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-১৩ ৪:১৪:৪৩ পিএম
ফাতিমা সানা শেখ

ফাতিমা সানা শেখ

গেলো বছর থেকে বলিউডের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন। সেই থেকেই বলিউডের অনেক অভিনেতা ও নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠে আসছে। এ আন্দোলনের শুরুটা করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। 

এরপর থেকে অনেকেই যৌন হেনস্থার বিষয়ে প্রকাশ্যে এসেছেন, মুখ খুলেছেন। কিন্তু এ বিষয়ে মুখ খুলতে নারাজ ফাতিমা সানা শেখ। 

এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন, এ বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কখনোই প্রকাশ্যে আনতে চাই না। হয়তো আমার কাছের কিংবা প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু প্রকাশ্যে আলোচনা করবো না। এরইমধ্যে যারা নিজেদের হেনস্থার কথা প্রকাশ্যে বলেছেন, তাদের বিচার শুরু হয়েছে। আমি আসলে এভাবে আলোচনায় আসতে চাই না। 

তবে যৌন হেনস্থার নিয়ে অনেকের প্রকাশ্যে আসার বিষয়কে ইতিবাচকভাবেও দেখছেন ফাতিমা।

এ প্রসঙ্গে ফাতিমা বলেন, এর ফলে যারা মেয়েদের হেনস্থা করতেন, ক্ষমতার অব্যবহার করতেন- তারা এখন সতর্ক হচ্ছেন। কারণ মুখোশ উন্মোচন হওয়ার ভয় সবারই আছে।

‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা অচিরেই ‘তান্ত্রিক’ ছাড়াও অনুরাগ বসুর একটি সিনেমায় রাজকুমার রাওর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
ওএফবি
 

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড যৌন হয়রানি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-03-13 16:14:43