ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ইত্যাদির জন্য গাইলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, মার্চ ১২, ২০১৯
ইত্যাদির জন্য গাইলেন রেজওয়ানা চৌধুরী বন্যা রেজওয়ানা চৌধুরী বন্যা

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র জন্য একটি দেশের গান গাইলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বন্যার কণ্ঠের দেশাত্মবোধক এই গানের শিরোনাম ‘আমি কথা বলি এই মাটির জন্য’। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন ফরিদ আহমেদ।

শুক্রবার (২৯ মার্চ) ইত্যাদি’র এবারের পর্বে গানটি দেখানো হবে।

এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলানিউজকে বলেন, সঙ্গত কারণে গানটি সম্ভবত আবার গাওয়া লাগতে পারে। যদিও বিষয়টি এখনো ফরিদ (ফরিদ আহমেদ) আমাকে নিশ্চিত করেননি। তবে গানটি বেশ সুন্দর। এর বেশি আমি আপাতত বলতে পারছি না।

হানিফ সংকেতের উপস্থাপনায় ইত্যাদি’র এবারের পর্ব ধারন করা হয়েছে পটুয়াখালি জেলার কুয়াকাটায়।  

শুক্রবার (২৯ মার্চ) রাত ৮টা বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে ইত্যাদি।  

জনপ্রিয় এই অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন। পৃষ্ঠপোষকতায় যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।