ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

অনুরাগ কাশ্যপের নতুন সিনেমায় তাপসী পান্নু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, মার্চ ১২, ২০১৯
অনুরাগ কাশ্যপের নতুন সিনেমায় তাপসী পান্নু তাপসী পান্নু

গত বছর বলিউডের প্রশংসিত নির্মাতা অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘মনমর্জিয়া’ সিনেমায় দেখা যায় অভিনেত্রী তাপসী পান্নুকে। এবার একই নির্মাতার নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘পিঙ্ক’খ্যাত এই তারকা। এতে অলৌকিক শক্তির অধিকারী হিসেবে তাকে পর্দায় দেখা যাবে।

বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যমকে অনুরাগ কাশ্যপ বলেন, তাপসীকে নিয়ে এটি চ্যালেঞ্জ নেওয়ার একটি মিশন। এরকম সিনেমা আগে আমি করিনি।

তাই এটির জন্য অপেক্ষা করছি।

তাপসী বলেন, আমি জানিনা সিনেমাটি কবে শুরু হবে। আমরা গল্প নিয়ে আলোচনা করেছিলাম এবং সবার কাছ থেকে ‘হ্যাঁ’ শুনেছি। তবে আমি এখনো সিনেমাটির অপেক্ষায় আছি।

এটি প্রযোজনা করছেন সুনির খেতেরপাল। চলতি বছরের শেষে নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে তাপসীর বিপরীতে কে অভিনয় করবেন তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।