ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

নওয়াজউদ্দিনের সঙ্গে জুটি বাঁধছেন সোনাক্ষি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
নওয়াজউদ্দিনের সঙ্গে জুটি বাঁধছেন সোনাক্ষি! নওয়াজউদ্দিন সিদ্দিকি ও সোনাক্ষি সিনহা

চলতি বছর বেশকিছু বড় বাজেটের সিনেমা নিয়ে হাজির হবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। সে তালিকায় রয়েছেন বরুণ-আলিয়া অভিনীত ‘কলঙ্ক’।

এদিকে সম্প্রতি শোনা যাচ্ছে ‘বলে চুড়িয়া’ সিনেমায় অভিনয় জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এতে নাকি তিনি নন্দিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করবেন।

 

সিনেমাটি নির্মাণ করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই শামস নবাব সিদ্দিকি। তিনি এর আগে বেশকিছু বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন। এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। যদিও এনিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সূত্র বলেন, শামস একজন নায়িকা খুঁজছিলেন এবং সে সোনাক্ষিকে নেওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন সোনাক্ষিকে চরিত্রটিতে বেশ ভালো মানাবে। নওয়াজউদ্দিনের বিপরীতেই থাকে দেখা যাবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।