ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রথমবার কাজী শুভ সুরে গাইলেন এন্ড্রু কিশোর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, ফেব্রুয়ারি ৫, ২০১৯
প্রথমবার কাজী শুভ সুরে গাইলেন এন্ড্রু কিশোর কাজী শুভ-এন্ড্রু কিশোর

সঙ্গীতশিল্পী কাজী শুভ’র সুরে প্রথমবার ‘অগণিত তারার মাঝে’ শিরোনামে একটি গানে গাইলেন এন্ড্রু কিশোর। সোমবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গানটির রেকর্ডিং হয়।

অগণিত তারার মাঝে/খুঁজি আমি তোমায়/চাঁদ থাকে অবিরাম/তোমারই পাহারায়- এমন কথার গানটি লিখেছেন সালাম খোকন। কাজী শুভর সুরে এর সঙ্গীতায়োজন করেন রাফি মোহাম্মদ।

গানটি প্রসঙ্গে কাজী শুভ বাংলানিউজকে বলেন, সত্যিই নিজের মধ্যে দারুণ ভালোলাগা কাজ করছে- এন্ড্রুদার জন্য গানটি করতে পেরে। তার গায়কী চিন্তা করেই গানটির সুর করেছি। গানটি গেয়ে দাদাও ভালোলাগা প্রকাশ করেছেন। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।

আসছে ভালোবাসা  দিবসে (১৪ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান কলের গান থেকে ‘অগণিত তারার মাঝে’ প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।