ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

হেনস্থার শিকার ইমন চক্রবর্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
হেনস্থার শিকার ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তী

গান গাইতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন পশ্চিবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। রোববার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কৃষ্ণনগর পৌরসভায় আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ইমনের অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার পর আয়োজকমহল থেকে তাকে হুমকি দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে গাড়িতে বসে ফেসবুক লাইভে এসে ইমন সরাসরি অভিযোগ করে বলেন, আমাকে এলাকা থেকে বের হতে দেওয়া হচ্ছিলো না।

আমার খুব ভয় লাগছে। আমি প্রশাসনিক ব্যবস্থা নেবো।

এ প্রসঙ্গে ইমন আরও বলেন, কৃষ্ণনগর পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে গান করতে গিয়েছিলাম। সেখানে টানা দু’ঘণ্টা গান করেছি। দীর্ঘ সময় গান করার পরও আয়োজকরা দাবি করেন, মাত্র এক ঘণ্টা নাকি গান করেছি। আমাকে অনুষ্ঠান থেকে বের হতে দেওয়া হচ্ছিলো না। চলে আসার সময় আমার গাড়ি ঘিরে ধরে। আমাকে বার বার বলছিলো, আমাকে বের হতে দেবে না। আমার মিউজিশিয়ান বন্ধুদেরও হেনস্থা করা হয়। এ রকম অসভ্যতা আসলে মেনে নেওয়া যায় না। শেষ পর্যন্ত সেখানকার সাধারণ লোকেরা আমাদের বের হওয়ার ব্যবস্থা করেন।  

কনসার্ট করতে গিয়ে শিল্পীরা প্রায়ই এ রকম হেনস্থার শিকার হচ্ছেন। এর আগেও সৌমলতা, মেখলা দাশগুপ্তসহ আরও কয়েকজন শিল্পী হেনস্থার শিকার হয়েছেন। এ রকম পরিস্থিতি থেকে শিল্পীরা কবে রেহাই পাবেন, সেটাই এখন প্রশ্ন।

ইমন চক্রবর্তী পশ্চিবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ শ্রোতাপ্রিয়। তার কণ্ঠের ‘তুমি যাকে ভালোবাসা’সহ বেশকিছু গান এখন শ্রোতাদের মুখে মুখে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।