ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রকাশ পেলো মিলনের ‘রাখবো তোকে নিঃশ্বাসে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৭, ফেব্রুয়ারি ২, ২০১৯
প্রকাশ পেলো মিলনের ‘রাখবো তোকে নিঃশ্বাসে’ মিলন ও শাকিলা

২০১৯ সালে প্রথম নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী মিলন। ‘রাখবো তোকে নিঃশ্বাসে’ শিরোনামের গানটির কথা লিখেছেন আবুল হোসাইন। সুর করেছেন মিলন নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান এমআর ভিশন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গান-ভিডিও প্রকাশ পায়। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় ভিডিওটিতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন শাকিলা।

রোমান্টিক গানটি প্রসঙ্গে মিলন বলেন, চমৎকার এই প্রেমের গানটির কথায় আছে ভিন্নতা। পাশাপাশি খুব যত্ন নিয়ে এর সুর করেছি। আশা করছি, নতুন বছরে আমার প্রথম গানটি সবার ভালো লাগবে।

**‘রাখবো তোকে নিঃশ্বাসে’ গানের ভিডিও
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।