bangla news

‘দাবাং থ্রি’তে দক্ষিণের অভিনেতা সুদীপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০১-১৮ ২:২৩:০৮ পিএম
সালমান খান ও সুদীপ সঞ্জীব

সালমান খান ও সুদীপ সঞ্জীব

কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’র তৃতীয় কিস্তি। সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছে ভারতের দক্ষিণের অভিনেতা সুদীপ সঞ্জীব। এর মধ্য দিয়ে প্রথমবারে মতো সালমান খানের সঙ্গে পর্দায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

কর্ণাটকের এই সুপারস্টার ‘এগা’ যার হিন্দি ভার্সন ‘মাক্ষি’তে অভিনয় করে ব্যাপক সাফল্য পেয়েছেন। এবার তাকে বলিউড মাতাতে দেখা যাবে। ‘দাবাং থ্রি’তে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করবেন।

এরই মধ্যে সিনেমাটিতে অভিনয় করার জন্য সুদীপের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ অভিনেতা কাজ করার বিষয়ে নাকি সম্মতিও দিয়েছেন।

এদিকে সালমান খানের ‘ভারত’ সিনেমা ২০১৯ সালের ঈদে মুক্তি পাবে। আর এর আগে ‘দাবাং থ্রি’ এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন প্রভু দেবা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-01-18 14:23:08