ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রকাশ পেলো সুহৃদের একক অ্যালবাম ‘পাপ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, জানুয়ারি ৮, ২০১৯
প্রকাশ পেলো সুহৃদের একক অ্যালবাম ‘পাপ’ সঙ্গীতশিল্পী সুহৃদ স্বাগত

একক অ্যালবাম ‘পাপ’ নিয়ে হাজির হলেন সঙ্গীতশিল্পী সুহৃদ স্বাগত। এতে রয়েছে ছয়টি গান। গানগুলো- রক, পপ, সাইকেডেলিক এবং সফট রক ঘরানার।

অ্যালবামের গানগুলো শিরোনাম- ‘জলছবি’,  ‘পাপ’, ‘তবু একবার’, ‘কিছু হবে না’ প্রভৃতি উল্লেখযোগ্য।

শনিবার (৫ জানুয়ারি) আজব রেকর্ডস থেকে অ্যালবামটি প্রকাশ করে।

যাত্রা বিরতি প্রাঙ্গনে এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন শিল্পীর মা কল্যাণী ব্যানার্জি। প্রকাশনা উৎসবে শিল্পী সুহৃদ উপস্থিতিদের গানগুলো গেয়ে শোনান।

অ্যালবাম প্রসঙ্গে সুহৃদ স্বাগত বলেন, কিছুটা জীবনমুখী এবং কিছুটা বাংলা রক ধাঁচের লিরিকে পপ, সাইকেডেলিক এবং সফট রক ঘরানার গান করেছি। ৬০ থেকে ৯০ দশকের বিভিন্ন বাংলা ও ইংরেজি গান আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত এবং গানের প্রতি আগ্রহী করেছে। সেই প্রেরণা নিয়ে গানগুলো বেশ যত্নে করেছি। শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে।  

এটি আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ দেশ ও বিদেশের সকল মোবাইল অ্যাপ এ শোনা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, জানুয়ারি ০৮, ২০১৯
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।