![]() সঙ্গীতশিল্পী রিংকু |
নতুন গান প্রকাশের মাধ্যমে বছর শুরু করলেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রিংকু। মঙ্গলবার (১ জানুয়ারি) ‘ভালোবাসা সর্বনাশা’ শিরোনামে গান প্রকাশ করেছেন তিনি।
গানের কথা লিখেছেন বাউল আকাইদ। সুর-সঙ্গীতায়োজনে মোবারক হোসেন। মঙ্গলবার (০১ জানুয়ারি) রাত ৮টায় প্রযোজনা প্রতিষ্ঠান কলের গানের ইউটিউব চ্যানেলে গানটির স্টুডিও ভার্সন ভিডিও প্রকাশ পায়।
গানটি প্রসঙ্গে রিংকু বলেন, কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে গানটি বেশ ভালো হয়েছে। গানটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে। নতুন বছরের প্রথম দিনে গানটি প্রকাশ করার জন্য কলের গানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমার ভক্তদের জন্য ইংরেজি নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা।
**‘ভালোবাসা সর্বনাশা’র ভিডিওবাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
ওএফবি/জেআইএম