ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

ইলিয়াসের সঙ্গে তানিশার ‘আর একটু সময়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, ডিসেম্বর ৯, ২০১৮
ইলিয়াসের সঙ্গে তানিশার ‘আর একটু সময়’ ইলিয়াস, তানিশা, পাপ্পু ও প্রিয়ন্তি

নতুন গান নিয়ে হাজির হয়েছেন তরুণ কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন। ‘আর একটু সময়’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তানিশা খান।

স ম শামসুল আলমের কথায় ও রোহান রাজের সুরে গানটির সঙ্গীত করেছেন শুভ্র। গানটির ভিডিও নির্মাণ করেছেন আতিফ আসলাম বাবলু।

এতে মডেল হয়েছেন জাহিদ হাসান পাপ্পু ও প্রিয়ন্তি শ্রাবণ।

নতুন গান প্রসঙ্গে ইলিয়াস বলেন, এটি সেমি ক্লাসিক্যাল-মেলোডি ঘরানার গান। আমি সাধারণত এ ধরনের গান করি না। তবে এই গানটি গেয়ে ভালো লেগেছে।

তানিশা খান বলেন, ইলিয়াস ভাইয়ের সঙ্গে গানটিতে কণ্ঠ দিতে পেরে ভালো লেগেছে। গানটি দর্শকদের মন ছুঁতে পারলেই আমি আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।