ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘ভাবনা’র পরিবেশনায় শুরু ঢাকা ফোক ফেস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
‘ভাবনা’র পরিবেশনায় শুরু ঢাকা ফোক ফেস্ট

ঢাকা: রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের চতুর্থ আসর। 

তিন দিনব্যাপী উৎসবের প্রথমদিন বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নৃত্যদল ভাবনার পরিবেশনায় শুরু হয়েছে আয়োজন।  

অনুষ্ঠান শুরুর ৩০ মিনিট আগেই সন্ধ্যা ৬টায় নিবন্ধিত দর্শনার্থীদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়।

এরপর আয়োজনস্থলে জায়গা নেন দর্শনার্থীরা।  

ফোক ফেস্টে ‘ভাবনা’র পরিবেশনা।                                          ছবি: রাজীন চৌধুরী‘ভাবনা’ তাদের দ্বিতীয় গান ‘হেই হেই’ পরিবেশন শুরু করলে স্টেডিয়ামজুড়ে করতালি বাজতে থাকে। তাদের পরিবেশনার পর শুরু হয় লোকশিল্পী আবদুল হাই দেওয়ানের মনোমুগ্ধকর পরিবেশনা।

এদিন আরও পরিবেশনায় থাকছেন সত্যকি ব্যানার্জি (ভারত), দিকান্দা (পোল্যান্ড) এবং ওয়াদালি ব্রাদার্স (ভারত)। ফেস্ট চলবে রাত ১২টা পর্যন্ত। সান ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ এ উৎসবটি শেষ হবে ১৭ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
ওএফবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।