bangla news

ছেলের প্রথম ছবি প্রকাশ করলেন শহিদপত্নী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১১-১০ ৯:৫০:২০ পিএম
(বায়ে থেকে) জৈন কাপুর ও শহিদ কাপুরের সঙ্গে মীরা রাজপুত

(বায়ে থেকে) জৈন কাপুর ও শহিদ কাপুরের সঙ্গে মীরা রাজপুত

গত সেপ্টেম্বরে ছেলের বাবা হয়েছেন বলিউড তারকা শহিদ কাপুর। মুম্বাইয়ের একটি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন শহিদপত্নী মীরা রাজপুত।

এই তারকা দম্পতি প্রথম ছেলের নাম রেখেছেন জৈন কাপুর। জৈন একটি আরবি শব্দ, এর অর্থ হল ‘উজ্জ্বল ও সুন্দর’। নাম জানালেও এতদিন ভক্তদের সামনে ছেলের কোনও ছবি শেয়ার করেননি এ যুগল।

অবশেষে সে অপেক্ষার অবসান ঘটলো। ঘরের ছোট্ট সদস্যের প্রথম ছবি অন্তর্জালে প্রকাশ করলেন মীরা। ইনস্টাগ্রামে দুই মাস বয়সী ছেলের ছবি পোস্ট করে ক্যাপশনে মীরা লেখেন, হ্যালো ওয়ার্ল্ড। এরপরই দারুণ সব মন্তব্য করে জৈনকে স্বাগতম জানান সবাই।

দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে ২০১৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শহিদ কাপুর। ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম কন্যা সন্তান মিশা কাপুর।

এদিকে, শহিদ বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘কবির সিং’র প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘বাত্তি গুল মিটার চালু’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৮
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-11-10 21:50:20