[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৫ মাঘ ১৪২৫, ১৮ জানুয়ারি ২০১৯
bangla news

রিতেশকে ধন্যবাদ জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১১-০৭ ৩:৩৯:২৯ পিএম
শাহরুখ খান ও রিতেশ দেশমুখ

শাহরুখ খান ও রিতেশ দেশমুখ

বছরের অন্যতম আলোচিত সিনেমা শাহরুখ খানের ‘জিরো’। বড়দিন উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এদিকে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিলো বলিউড তারকা রিতেশ দেশমুখের দ্বিতীয় মারাঠি সিনেমা ‘মাউলি’। ফলে ভারতের মহারাষ্ট্রে ‘জিরো’র ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো।

কিন্তু রিতেশ সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন। তাই ওই দিন এককভাবে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’।

এ কারণে রিতেশকে ধন্যবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট করেছেন বলিউড ‘বাদশা’। সেখানে শাহরুখ লেখেন, রিতেশ দেশমুখ, যখন ছোট ভাই অনেক বড় হয়ে যায়। তুমি হৃদয় থেকে যে ভালোবাসার দেখিয়েছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ ও সম্মান জানাই। আমি এমন একজন বন্ধুর জন্য অনেক খুশি হলাম যে নিজের প্রয়োজনের চেয়ে আমার সম্মানকে উপরে রাখল।

‘জিরো’তে শাহরুখের সহশিল্পী আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। এতে বামন চরিত্রে অভিনয় করেছেন ‘কিং খান’। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার ও পোস্টার।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14