ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

এবার ইতালিতে পুরস্কৃত তৌকীর আহমেদের ‘হালদা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এবার ইতালিতে পুরস্কৃত তৌকীর আহমেদের ‘হালদা’ তৌকির আহমেদ ও 'হালদা'র একটি দৃশ্যে মোশাররফ-তিশা

ইতালির ‘২১তম রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’-এ পুরস্কৃত হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’।

গত ৫ অক্টোবর ইতালির ট্রেন্টো শহরে শুরু হওয়া এই উৎসব চলে ১০ অক্টোবর পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে হালদা পরিচালক তৌকীর আহমেদর হাতে পুরস্কার তুলে দেন উৎসবের জুরি ও আয়োজকবৃন্দ।

উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘গ্র্যান্ড পিক্স’ পুরস্কার পেয়েছে সিনেমাটি।

‘২১তম রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’-এ অংশ নিতে গত ৫ অক্টোবরর ইতালি যান তৌকীর। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা যায়।

এটি ‘হালদা’র ৭ম আন্তর্জাতিক পুরস্কার। এর আগে ‘৮ম সার্ক চলচ্চিত্র উৎসব’-এ ‘হালদা’ সেরা চলচ্চিত্রসহ ৪টি পুরস্কার অর্জন করে। কসোভোতে হালদা পেয়েছে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে বাংলাদেশ প্যানরোমা বিভাগে সেরা পরিচালকের পুরস্কার। এছাড়াও ‘হালদা’ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক ‘আমার ভাষা চলচ্চিত্র উৎসব’-এ পেয়েছে হিরালাল সেন পদক।

এখন পর্যন্ত ‘হালদা’ রাশিয়া, ইতালি, কসোভো, দক্ষিণ কোরিয়া, কানাডা, শ্রীলংকাসহ ১১ টি দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়াও আরও বেশ কয়টি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে।

২০১৭ সালের ১ ডিসেম্বর ‘হালদা’ বাংলাদেশে মুক্তি পায়। এছাড়াও বাণিজ্যিক ভাবে সিনেমাটি ১৪ টি দেশে মুক্তি পেয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।