![]() স্ত্রী রাঁধা ও বড় মেয়ের সঙ্গে রাজপাল |
বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব আবারও কন্যাসন্তানের বাবা হয়েছেন। সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী রাঁধা দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ‘মেরি পত্নী ওর ওহ’খ্যাত এই অভিনেতা। টুইটারে তিনি বড় মেয়ের একটি স্থিরচিত্র পোস্ট করে ভক্ত ও অনুসারীদের বাবার হওয়ার খবরটি জানান।
এই দুই মেয়ে ছাড়াও রাজপালের প্রথম স্ত্রী করুণার একজন কন্যাসন্তান রয়েছে। তার নাম জ্যোতি যাদব। গত বছর তার বিয়ে হয়েছেন। জ্যোতিকে জন্ম দেওয়ার সময় করুণার মৃত্যু হয়। এরপর রাজপাল কানাডার নাগরিক রাঁধাকে বিয়ে করেন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
জেআইএম