bangla news

দুর্গাপূজা উপলক্ষে দেবলীনার নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-১০ ১:৫৮:১০ পিএম
দেবলীনা সুর

দেবলীনা সুর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রবীন্দ্র সংগীতশিল্পী দেবলীনা সুরের নতুন অ্যালবাম প্রকাশ পেয়েছে।

‘কী হাওয়ায় মাতালো’ শিরোনামের অ্যালবামটি সোমবার (৯ অক্টোবর) গানওয়ালার ব্যানারে প্রকাশ পেয়েছে। অ্যালবামের সিডি পাওয়া যাচ্ছে বাজারে।

অ্যালবামটি সাজানো হয়েছে সাতটি গান নিয়ে। সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন ভারতের রণজয় ভট্টাচার্য।

এ প্রসঙ্গে দেবলীনা বলেন, প্রায় দেড় বছর সময় ধরে অ্যালবামটি করেছি। ‘কী হাওয়ায় মাতালো’ অ্যালবামে গান রয়েছে সাতটি। সঙ্গীতায়োজন করেছেন বলিউড ও কলকাতার ব্যস্ত সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। অনেক যত্ন নিয়ে অ্যালবামটি করেছি। রবীন্দ্রনাথের বাণী ও সুর ঠিক রেখে সঙ্গীতায়োজনে আধুনিকতা এনেছি। যাতে সব বয়সী শ্রোতাদের অ্যালবামটি ভালো লাগে।

অ্যালবামের টাইটেল গান ‘মোর ভাবনারে কী হাওয়া মাতালো’র মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে। এতে দেবলীনার সঙ্গে মডেল হিসাবে আছেন তানিমসহ পাঁচ জন শিশুশিল্পী। ভিডিওটি নির্দেশনা দিয়েছেন সুমন সাহা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   সংগীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-10-10 13:58:10