ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বচ্চন পরিবারের নতুন সদস্যের আগমন দৃশ্য ধারণ চলবে না

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১১
বচ্চন পরিবারের নতুন সদস্যের আগমন দৃশ্য ধারণ চলবে না

কলকাতা: বচ্চন পরিবারের সম্মতি ছাড়া তার পরিবারে নবজাতক আসার  কোন দৃশ্য কামেরায় ধারণ করতে পারবে না সংবাদমাধ্যম।

এমনই নির্দেশ জারি করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।



শুধু তাই নয়, মন্ত্রক এই নির্দেশে বলেছে- ঐশ্বর্য্য রাই যে হাসপাতালে থাকবেন ও বচ্চন পরিবারের সদস্যদের বাড়ির সামনে কোন টিভি চ্যানেল তাদের ওবি ভ্যান রাখতে পারবে না। সেই সাথে নবজাতকের কোনও এমএমএস বা ছবি দেখানো যাবে না চ্যানেলে।

উল্লেখ্য, ঐশ্বর্য্য রাইয়ের সন্তান আগমন নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিযোগিতায় বিরক্ত অমিতাভ বচ্চন টুইটারে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন।

 তারপরই এই সরকারি নির্দেশ জারি হল।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘন্টা, নভেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।