ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

সিলেটে পুলিশের বাধায় ‘প্রেম আমার ২’র শুটিং বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
সিলেটে পুলিশের বাধায় ‘প্রেম আমার ২’র শুটিং বন্ধ 'নূরজাহান' সিনেমার একটি দৃশ্যে অদ্রিত-পূজা

সিলেট: সিলেটে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেলো ‘প্রেম আমার ২’ সিনেমার শুটিং।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সিলেট এমসি কলেজে সিনেমাটির শুটিং করতে অনুমতি দেখাতে না পারায় সিনেমাটির কলাকুশলীদের ফিরিয়ে দেওয়া হয়। শনিবার (১৫ সেপ্টেম্বর) অনুমতি নিয়ে এসে শুটিং শুরু করার কথা থাকলেও তা হয়নি।

শুটিংয়ে কলাকুশলীদের স্থানীয় সহায়তাকারী ইমরান সানি বাংলানিউজকে বলেন, সিনেমাটির শুটিংয়ের জন্য সিলেটে স্থান নির্ধারণ করা হয়েছিলো। তাদের সহায়তা করেন এমসি কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। সে সুবাদে শুক্রবার সকাল থেকে যথারীতি কলেজ ক্যাম্পাসে শুটিং শুরু হয়। এক পর্যায়ে পুলিশ এসে বাধা দিয়ে শুটিং বন্ধ করে দেয়।

তিনি আরও জানান, শুটিংয়ে আসেন সিনেমাটি অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ ৭০ জন কলাকুশলী। ছিলেন সিনেমাটির নায়ক কলকাতার অদ্রিত ও বাংলাদেশের পূজা চেরি। শুটিং বন্ধ করে দেওয়ায় কলাকুলশীরা ফিরে যান। অনুমতি নিয়ে পুনরায় শুটিং শুরু হওয়ার কথা ছিলো।    

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন রাজ চক্রবর্ত্তী ও বিদুলা ভট্টাচার্য্য। এটি অদ্রিত-পূজার দ্বিতীয় সিনেমা। এর আগে তারা ‘নূরজাহান’ সিনেমায় অভিনয় করেছেন।

মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, দেশি-বিদেশি কলাকুশলীরা অনুমতি না নিয়ে ‘প্রেম আমার ২’ সিনেমার শুটিং করেন। তাদের কাছে এফডিসির ছাড়পত্রও নেই। এছাড়া প্রশাসন না জানায় নিরাপত্তার বিষয়টিও এখানে জড়িত। এ কারণে শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।