[x]
[x]
ঢাকা, শনিবার, ৬ মাঘ ১৪২৫, ১৯ জানুয়ারি ২০১৯
bangla news

‘বাহুবলী’কে পেছনে ফেললো ‘২.০’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-১২ ৬:৪৪:২৩ পিএম
'২.০'র পোস্টার ও 'বাহুবলী ২'র পোস্টার

'২.০'র পোস্টার ও 'বাহুবলী ২'র পোস্টার

ভারতের দক্ষিণী সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা হচ্ছে ‘বাহুবলী’। সিনেমাটির ঝুলিতে রয়েছে অনেক রেকর্ড।

তবে এই সিনেমার সব রেকর্ড ভাঙ্গতে শুরু করেছেন রজনীকান্তের ‘২.০’। এটি ২০১০ সালের মুক্তি প্রাপ্ত ‘রোবট’র সিকুয়েল। মুক্তি পাবে চলতি বছর নভেম্বরে। আর সিনেমাটির টিজার প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর)।

তবে টিজার রিলিজের আগেই ‘২.০’ সিনেমাটি ভিএফএক্সের খরচের দিক থেকে ‘বাহুবলী’কে পেছনে ফেলেছে।  

পরিচালক শঙ্কর ও তার টিম মিলে পৃথিবীর প্রায় ১০০টিরও বেশ স্টুডিওতে ‘২.০’র ভিএফএক্সের (ভিজুয়াল ইফেক্ট) কাজ করেছেন। এতে ব্যয় হয়েছেন প্রায় ৫৪০ কোটি রুপি। আর এই খরচ ‘বাহুবলী’র চেয়েও অনেক বেশি। সিনেমাটির ভিএফএক্স সুপারভাইজ করেছেন রাজু মাহালাইনগ্রাম যিনি ‘বাহুবলী’র সুপারভাইজার হিসেবেও কাজ করেছিলেন।

‘২.০’তে অক্ষয় কুমার কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার মধ্য দিয়ে তামিলে ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ঘটছে। এতে আরো অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14