ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ঈদের ৫ পর্বের ধারাবাহিক ‘হাঁটা বাবা’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১
ঈদের ৫ পর্বের ধারাবাহিক ‘হাঁটা বাবা’

আসন্ন ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে ৫ পর্বের ধারাবাহিক নাটক ‘হাঁটা বাবা’। হাস্যরসের গল্প নিয়ে এ নাটকটি লিখেছেন সাহিত্যিক, সাংবাদিক পলাশ মাহবুব, পরিচালনা করেছেন মশিউর রহমান ফারুক।

এটি বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত প্রথম ধারাবাহিক নাটক।

নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন। ‘হাঁটা বাবা’ প্রসঙ্গে জাহিদ হোসেন শোভন বলেন, দীর্ঘ অভিনয় জীবনে অনেক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে। তবে ‘হাঁটা বাবা’ চরিত্রাট আমার অভিনয় জীবনের অন্যতম ব্যতিক্রমী চরিত্র। আশা করছি নাকটি দর্শকরা উপভোগ করবেন।

নাটকটিতে আরো অভিনয় করেছেন রওনক হাসান, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, আরফান, জয়রাজ, ড. ইনামুল হক,  সীমানা, আহসান কবিরসহ আরও অনেকে।   নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, আরফান, জয়রাজ, ড. ইনামুল হক,  সীমানা, আহসান কবিরসহ আরও অনেকে।

হাস্যরসের  ধারাবাহিক নাটক ‘হাঁটা বাবা’ ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।

বাংলাদেশ সময় ১৪১০, নভেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad