ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ফাহমিদা নবীর ভিন্নধর্মী সঙ্গীতানুষ্ঠান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ফাহমিদা নবীর ভিন্নধর্মী সঙ্গীতানুষ্ঠান সুজন, ফাহমিদা নবী ও সুকন্যা

রাজধানীর ছায়ানট মিলনায়তনে গানশালার আয়োজনে বসতে যাচ্ছে ভিন্নধর্মী সঙ্গীতানুষ্ঠান ‘কানসূতা’র দ্বিতীয় আসর। এবারের অনুষ্ঠানের শিরোনাম ‘কানসূতা ০০২’।

শ্রোতা ও শিল্পীদের এই আসর বসবে আগামী শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় ।

এতে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে কামরুজ্জামান সুজনের সংগীতায়োজনে গান পরিবেশন করবেন ফাহমিদা নবী, সুজন ও সুকন্যা।

অনুষ্ঠানে ১৫ টি গানের সংকলন প্রকাশিত হবে গানশালার ইউটিউব চ্যানেলে ও বেশকিছু দেশি ও বিদেশি অনলাইন প্ল্যাটফর্মে।  

অনুষ্ঠানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, গান এবং কানের একটা নিবিড় সম্পর্ক আছে। এই গান ও কানের মাঝখানে যে মেলবন্ধন সেটাকেই বলা হচ্ছে 'কানসূতা'।

‘গান শুনবার একটা আসর। আমরা সবাই গান শুনবো। যারা শ্রোতা এবং আমরা যারা গাইছি’, যোগ করে বললেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

‘কানসূতা ০০১’ এ প্রকাশিত হয়েছিলো অর্ক সুমনের সংগীতায়োজনে আরমিন মুসা, অর্ক ও জয়িতার গান।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।