ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ঈদে রেডিও টুডের কোরবানির কালচার

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১
ঈদে রেডিও টুডের কোরবানির কালচার

এফ এম স্টেশন রেডিও টুডে প্রতি ঈদেই প্রচার করে বিশেষ অনুষ্ঠানমালা। আসছে কোরবানি ঈদে শ্রোতাদের জন্য রেডিও টুডে নিয়ে আসছে ব্যতিক্রমী এক নাটক।

হুমায়ূন কাবেরী রচিত ঈদের এই মজার নাটকের নাম ‘কোরবানি কালচার’। এ নাটকে শিল্পীরা অভিনয় করেছেন বিভিন্ন পশু-পাখির ভূমিকায়। গরু, ছাগল, হাস, মুরগী, উটের ডাক নকল করে তারা সংলাপ দিয়েছেন।

‘কোরবানি কালচার’ সম্পর্কে নাট্যকার হুমায়ুন কাবেরী বলেন, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা কোরবানি নিয়ে প্রতিযোগিতা করে। এ প্রতিযোগিতার কারণে কোরবানির পশুরা নাখোশ হয়। যদিও কিছুই বলতে পারে না। বাকশক্তি থাকলে তারা এর প্রতিবাদ জানাতে পারতো। বাকশক্তি থাকলে তারা কি বলতো- এ সংলাপ ও কাহিনী নিয়ে কোরবানির কালচার নাটকটি রচিত হয়েছে। কৌতুকাভিনয়ের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে নাটকটি পরিচালনা করেছেন জাহিদ বাবুল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন কাবেরী, শেখ শান এ মাওলা, আহসান কবির, মিজানুল হক নিক্তি, হাসি, অনন্যা প্রমুখ। নাটকটি প্রচার হবে রেডিও টুডেতে ঈদের দিন সকাল ১১টায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।