ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

১১.১১.১১ -তেই ঐশ্বরিয়া মা হচ্ছেন নিশ্চিত

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১
১১.১১.১১ -তেই ঐশ্বরিয়া মা হচ্ছেন নিশ্চিত

গুজব এবার সত্যে রূপান্তরিত হতে যাচ্ছে ! ১১.১১.১১ -তেই প্রথম সন্তান জন্ম দিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ইউনিক এই তারিখেই ঐশ্বরিয়ার সন্তান প্রসাবের দিন নিশ্চিত করেছে বচ্চন পরিবার।

সেই সঙ্গে নিশ্চিত করা হয়েছে যে, ঐশ্বরিয়া তার জমজ কন্যা সন্তান প্রসব করবেন অস্ত্রোপচারের মাধ্যমে।

শতাব্দীতে এমন তারিখ একবারই আসে, দিনটি হলো ১১.১১.১১। বচ্চন পরিবারের ইচ্ছেতেই  এই অতি দুর্লভ তারিখে ঐশ্বরিয়ার মা হওয়া দিন-ক্ষণ চুড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা সন্তান প্রসবের জন্য ঐশ্বরিয়াকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ নির্ধারণ করে দিয়েছিলেন আগেই। বচ্চন পরিবার তাই বেছে নিয়েছেন ১০০ বছর পর পর ঘুরে আসা ইউনিক তারিখটি। এমন একটি তারিখে বচ্চন পরিবারে নতুন অতিথি আসাটাকে বচ্চন পরিবার সৌভাগ্য হিসেবেই গ্রহণ করেছে।

ঐশ্বরিয়ার সন্তান প্রসবের সবধরণের প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছেন বচ্চন পরিবার। অস্ত্রোপচারের জন্য মুম্বাইয়ের অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেভেন হিলস হাসপাতালটি বেছে নিয়েছেন তারা। সেভেন হিলস হাসপাতালটি শুধু মুম্বাইয়েরই নয় পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল হিসেবে সুপরিচিত।

ঐশ্বরিয়ার সন্তান প্রসবের অস্ত্রোপচারকে সামনে রেখে আলাদাভবে প্রস্তুতি নিচ্ছে হাসপাতালটি। ১০ নভেম্বরের থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সেভেন হিলস  হাসপাতালে এরই মধ্যে বুকিং দেওয়া হয়েছে। হাসপাতালের চাইল্ড বার্থওয়ার্ডটির একটি কক্ষ ঐশ্বরিয়ার জন্য সাজানো হয়েছে সুসজ্জিতভাবে ।

ঐশ্বরিয়া নিজেও হাসপাতালের অত্যাধুনিক সব ধরনের সুবিধা দেখে বেশ সন্তুষ্ট হয়েছেন। প্রথম থেকেই সাবেক এই বিশ্বসুন্দরী সেভেন হিলস হাসপাতালের গাইনোকোলজিস্ট ডক্টর ভিনিতা সিলভির কাছ থেকে নিজের প্রেগনেন্সির ব্যাপারে নিয়মিত পরামর্শ নিচ্ছেন ঐশ্বরিয়া। তার সন্তান প্রসব সংক্রান্ত সব তথ্য গোপন রাখতেও হাসপাতাল কর্তৃপক্ষ অবলম্বন করছে বিশেষ সতর্কতা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যখনই ঐশ্বারিয়া হাসপাতালে ঐশ্বরিয়া পরীক্ষা-নিরীক্ষার জন্য এসেছেন, আগে থেকেই নিজস্ব নিরাপত্তাবাহিনী ও প্রশাসনের সহায়তায় সবধরণের গোপনীয়তা রক্ষার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেে হাসপাতাল কর্তৃপক্ষ।

সন্তান প্রসবের আগে বিশেষ সতর্কতা হিসেবে ঐশ্বরিয়ার স্বাস্থ্যগত কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য চিকিৎসকরা তাকে ১১ নভেম্বর সকাল সাড়ে সাতটার মধ্যেই হাসপাতালে উপস্থিত থাকার জন্য পরামর্শ দিয়েছে।

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের জন্মদিন ১১ অক্টোবর। বচ্চন পরিবারের নতুন অতিথি আসার জন্য ১১ তারিখটি বেছে নেওয়াকে প্রভাবিত করে বলে ঘনিষ্ঠরা জানিয়েছেন। ইউনিক তারিখের একটি শুভলগ্নে বচ্চন পরিবারের ঘর আলো ঐশ্বারিয়ার কোলে আসছে টুইন বেবি। সারাবিশ্বে কোটি কোটি মানুষ এখন অপেক্ষায় আছে সেই মহালগ্নের।

বাংলাদেশ সময় ০৬০৫ ঘন্টা , নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।