ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন শহীদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সৈয়দ শহীদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান বাঁধলেন সংগীতশিল্পী সৈয়দ শহীদ। আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গানটি প্রকাশ পাবে।

‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

গানটি প্রসঙ্গে শহীদ বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই গানটি করা। কারণ আজকের স্বাধীন বাংলাদেশের পেছনে তার অবদানই সবচেয়ে বেশি। ১৫ই আগস্ট তিনি সপরিবারে নিহত হন নিজ বাড়িতে। এদিন আমরা শোক দিবস হিসেবে পালন করি। এবার এই শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েই ‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের গানটি করলাম।

সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ১৪ই আগস্ট রাতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ গানটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।