[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৮ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

বলিউড সিনেমায় হিরো আলম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-০৮ ১০:৫৬:৫৯ এএম
বলিউড নির্মাতাদের সঙ্গে হিরো আলম

বলিউড নির্মাতাদের সঙ্গে হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত-সমালোচিত মুখ আশরাফুল আলম। তিনি সবার কাছে হিরো আলম নামেই পরিচিত।

মিউজিক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া এই তরুণ অভিনয় করেছেন বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমায়। পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করেন।

বাংলাদেশের মানুষদের পাশাপাশি তার পরিচিতি রয়েছে ভারতেও। সে সূত্র ধরেই হিরো আলম এবার অভিনয় করতে যাচ্ছেন বলিউড সিনেমায়। 'বিজু দ্য হিরো’ নামের সিনেমাটি পরিচালনা করবেন প্রভাত কুমার।

জানা যায়, বুধবার (০৮ আগস্ট) সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হন হিরো আলম। আগামী ডিসেম্বরে ভারতের রাঁচি শহরে শুরু হবে শুটিং।

বলিউডের সিনেমায় অভিনয় প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি খুবই আনন্দিত। সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ঢাকায় এসে বড় অনুষ্ঠান করে বিষয়টি সবাইকে জানাবো।

পরিচালক প্রভাত কুমার জানান, সামাজিক যোগাযোগের বেশকয়েকটি মাধ্যম থেকে তারা হিরো আলমকে চেনেন। এরপর ভারতের বেশকিছু পত্রিকায় তাকে নিয়ে প্রতিবেদন দেখি সিনেমায় নেওয়ার সিদ্ধান্ত নেন।

বলিউডে এই অখ্যাত নির্মাতা ‘ব্যাক টু ড্যাড’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। কিন্তু সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলেতে পারেনি।

২০১৬ সালে বেশকিছু মিউজিক ভিডিওর মডেল হয়ে ভাইরাল হন বগুড়ার ছেলে হিরো আলম। তিনি পেশায় একজন কেবল অপারেটর।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
জেআইএম/

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache