ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

পিতৃত্বের দাবিতে গায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১১
পিতৃত্বের দাবিতে গায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে মামলা

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মারিয়া ইয়েটার (২০) সন্তানের পিতৃত্বের দাবিতে গায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে মামলা করেছেন।

যুত্তরাষ্ট্রের একটি ম্যাগাজিন মারিয়া ইয়েটারের উদ্বৃতি দিয়ে জানায়, ‘জাস্টিন বিবার তার (মারিয়া) তিনমাস বয়সী কন্যার বাবা।

’ এতে আদালতের নথির উদ্ধৃতি দিয়ে উল্লেখ করতে হয়, পিতৃত্বের দাবির বিষয়টি প্রমাণের জন্য গায়ক জাস্টিন বিবারের ডাক্তারি পরীক্ষা করানোর দাবি জানিয়েছেন ইয়েটার।

সন্তানের ভরণপোষণ চেয়ে মারিয়া ইয়েটার অক্টোবরের শেষে ওই মামলা দায়ের করেন। আদালতে দেওয়া এক স্বীকারোক্তিতে ইয়েটার জানান, ১৯ বছর বয়সে লস অ্যাঞ্জেলসের একটি কনর্সাটের সময়ে মঞ্চের পেছনে বসে অপ্রাপ্তবয়স্ক বিবারের সঙ্গে তার সঙ্গম হয়।

বিবার অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে এ বছরের শেষে শুনানি অনুষ্ঠিত হবে।

বিবারের বক্তব্যের উদ্ধৃতি একটি  অনলাইন পত্রিকা জানায়, ‘মামলার বিষয়টি আমি এখনো জানিনা। এটা খুবই দুঃখজনক যে, কেউ প্রতিহিংসার বশবর্তী হয়ে এটা করছে। ’

জাস্টিন বিবারও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময় : ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad