[x]
[x]
ঢাকা, শনিবার, ৭ আশ্বিন ১৪২৫, ২২ সেপ্টেম্বর ২০১৮
bangla news

ইংল্যান্ডের পথে বিরাট-আনুশকার ভালোবাসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১২ ৩:২৭:৫২ এএম
আনুশকা শর্মা ও বিরাট কোহলি

আনুশকা শর্মা ও বিরাট কোহলি

সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (১২ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ। এছাড়া আসন্ন ম্যাচের জন্য আগামী তিন মাস ইংল্যান্ডে থাকবেন বিরাট। তাই স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে একান্তে কিছু সময় কাটিয়ে নিয়েছেন তিনি।

বুধবার (১১ জুলাই) ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন বিরাট কোহলি। যেখানে দেখা যাচ্ছে- ইংল্যান্ডের পথে দাঁড়িয়ে স্বামীর গালে চুমু দিচ্ছেন আনুশকা শর্মা।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে বিরাট লিখেছেন, ‘আমার সুন্দরীর সঙ্গে।’

ছবিটি শেয়ার করার পর রীতিমতো ভাইরাল হয়ে যায় সেটি। যেখানে প্রায় ১০ লাখ লাইক পড়ে। এছাড়া এই দম্পতির প্রশংসা করে ছবিটির নীচে একজন লিখেছেন, ‘আপনারা এতো পারফেক্ট কেনো?’। আরেকজন লিখেছেন, ‘এই পৃথিবীর সেরা জুটি।’

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
বিএসকে

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa