[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৬ আশ্বিন ১৪২৫, ২১ সেপ্টেম্বর ২০১৮
bangla news

অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করলেন ওয়ান্ডার ওমেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১১ ১:১৩:২৯ এএম
অসুস্থ একটি বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন গ্যাল গাডট

অসুস্থ একটি বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন গ্যাল গাডট

হলিউডের ব্যবসা সফল ছবি ‘ওয়ান্ডার ওমেন’। এতে নাম চরিত্রে অভিনয় করেছেন ইসরায়েলে জন্ম নেওয়া অভিনেত্রী গ্যাল গাডট। বর্তমানে ছবিটির সিক্যুয়েলের কাজ নিয়ে ভার্জিনিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আর সেই ব্যস্ততা থেকে বিরতি পেতেই সেখানকার একটি শিশু হাসপাতাল পরিদর্শন করতে বেড়িয়ে পড়েন তিনি।

একটি অসুস্ত বাচ্চার সঙ্গে গ্যাল গাডটমজার বিষয় হলো- সাধারণ পোশাক নয়, সুপারহিরোর কস্টিউম পরে হাসপাতালের শিশু ও স্টাফদের সঙ্গে দেখা করেছেন গ্যাল গাডট।

হাসপাতালের স্টাফদের সঙ্গে গ্যাল গাডটএরইমধ্যে ‘ওয়ান্ডার ওমেন’র টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে গ্যাল গাডটের হাসপাতাল পরিদর্শনের কিছু স্থিরচিত্র। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

হাসপাতালের স্টাফদের সঙ্গে সুপারহিরো কস্টিউমে অভিনেতা জনি ডেপশুধু গ্যাল গাডট নয়, এর আগে হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র এবং জনি ডেপও সুপারহিরোর পোশাক পরে হাসপাতাল পরিদর্শন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
বিএসকে

ক্লিক করুন, আরো পড়ুন :   হলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa