ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেত্রী তাজিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, মে ২২, ২০১৮
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেত্রী তাজিন তাজিন আহমদে

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ছোট পর্দার অভিনেত্রী তাজিন আহমেদকে। বর্তমানে তিনি রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করে শিল্পী সংঘের প্রচার সম্পাদক ও অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর বাংলানিউজকে বলেন, ‘তাজিন আপু আজ সকাল ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত্র হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

তার অবস্থা আশঙ্কাজনক। তাই সেখান থেকে কোথাও নেওয়া যাচ্ছে না। দেশবাসীর কাছে আপুর জন্য দোয়া চাইছি। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২২ মে, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।