[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ কার্তিক ১৪২৫, ১৯ অক্টোবর ২০১৮
bangla news

কান উৎসবে শাড়িতে মোহনীয় কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১০ ৫:০২:৫৯ এএম
কানে কঙ্গনা

কানে কঙ্গনা

কানের চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন হলিউড, বলিউডসহ বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা। ৭১তম এই আসরে এই প্রথম উপস্থিত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। কান উৎসবে কঙ্গনা ধরা দিয়েছেন শাড়ি পরে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই অনুষ্ঠানে ৯ মে উপস্থিত হন কঙ্গনা রানাউত।

জনপ্রিয় ভারতীয় ব্র্যান্ড সব্যসাচীর একটি কালো শাড়ি পরে কান উৎসবে হাজির হন ‘কুইন’খ্যাত এই তারকা।

ডিজাইনার সব্যসাচী মুখার্জি ইনস্টাগ্রামে কঙ্গনার ছবিগুলো শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, কঙ্গনা ‘আকাশ-তারা’ শাড়ি পরে কানে হাজির হয়েছেন। 

শাড়িটির সঙ্গে মিলিয়ে টিনম্যানিয়া ব্র্যান্ডের মুক্তা এবং পান্নার নেকলেস পরেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

কঙ্গনাগত ৮ মে থেকে ফ্রান্সের কান শহরে পর্দা উঠেছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের। এটি চলবে আগামী ১৯ মে পর্যন্ত।

কান চলচ্চিত্র উৎসবে তিনদিন উপস্থিত থাকবেন কঙ্গনা। তিনি রেড কার্পেটে উপস্থিত হবেন বৃহস্পতিবার (১০ মে)।

কানের বুলেভার্ড দে লা ক্রোয়েসেটে অনুষ্ঠিত হচ্ছে এবারের এ উৎসব। সিনেমার বিশেষ প্রদর্শনী, লালগালিচা ও জমকালো পার্টির মাধ্যমে উদযাপিত হবে এবারের আয়োজন।

১০ ও ১১ মে বলিউডের আরেক তারকা, দীপিকা পাডুকোন থাকবেন কানের লাল গালিচায়। ঐশ্বরিয়া রাই বচ্চন থাকবেন ১২ ও ১৩ মে, নববিবাহিতা সোনম কাপুর থাকবেন ১৪-১৫ মে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ১০, ২০১৮
আরআর

ক্লিক করুন, আরো পড়ুন :   কান চলচ্চিত্র উৎসব
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db