ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

ভারতে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
ভারতে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’ ‘ভুবন মাঝি’ ছবির দৃশ্য

একজন সাধারণ সংগ্রামী মানুষের বিদ্রোহী হয়ে উঠার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। এবার দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। সম্প্রতি ভারতীয় সেন্সর বোর্ড ছবিটিকে আনকাট ছাড়পত্র দিয়েছে।

ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৭ সালের ৩ মার্চ। এখনও পর্যন্ত বিশ্বের ৮টি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এটি।

সরকারি অনুদানে নির্মিত এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা ঘোষ।

এতে আরও অভিনয় করেছেন- মামুনুর রশীদ, শুভাশিষ ভৌমিক, ওয়াকিল আহমেদ, মাজনুন মিজান, কাজী নওশাবা, সুষমা সারকার, সুমিত সেন প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্য।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) মাধ্যমে ছবিটি বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি ও প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।