ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

মারা গেলেন সুফি সংগীতশিল্পী পেয়ারেলাল ওয়াদালি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
মারা গেলেন সুফি সংগীতশিল্পী পেয়ারেলাল ওয়াদালি পেয়ারেলাল ওয়াদালি

মারা গেলেন বলিউডের কিংবদন্তি সুফি সংগীতশিল্পী পেয়ারেলাল ওয়াদালি। শুক্রবার (০৯ মার্চ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাঞ্জাবের অমৃতসারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

পেয়ারেলালের ছেলে সাতপাল সিং বিষয়টি নিশ্চিত করে জানান, কিডনি ও ডায়ারেটিসের সমস্যা থাকায় গত ২৬ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটে মারা যান তিনি।

পেয়ারেলালের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাঞ্জাবের ভ্রমণ ও সংস্কৃতি মন্ত্রী নভজাত সিং সিধু, শিরমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল এবং কেন্দ্রীয় সংস্কৃতি মহেশ শর্মা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।