[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮
bangla news

অমিতাভের খুদে ভক্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৬ ৩:১৭:৩০ এএম
সেই খুদে ভক্তের সঙ্গে অমিতাভ বচ্চন

সেই খুদে ভক্তের সঙ্গে অমিতাভ বচ্চন

প্রতি রোববার জলসার (অমিতাভের বাড়ি) গেটে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। যেখানে বলিউডের এই মেগাস্টারকে একনজর দেখার জন্য অপেক্ষা করে হাজার হাজার অনুরাগী। তবে এবার তাদের মধ্যে এক খুদে ভক্ত নজর কাড়লো বিগ বি’র।

মঙ্গলবার (০৬ মার্চ) সকালে সেই খুদে ভক্তের সঙ্গে তোলা কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন ৭৫ বছর বয়সী এই অভিনেতা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রচন্ড ভিড়ের মাঝেও এই শিশু সাহস নিয়ে একেবারে দরজার সামনে এসে হাজির হয়েছিলো। শুধু একনজর দেখার জন্য। কী মিষ্টি ব্যাপার!’

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ করছেন অমিতাভ বচ্চন। এতে তার সহশিল্পী আমির খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মাসহ প্রমুখ। এছাড়া ‘১০২ নট আউট’ ছবির কাজও রয়েছে তার হাতে। এতে তার সহশিল্পী বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
বিএসকে

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa