bangla news

ট্রেনে পরিচয় জোভান-নাদিয়ার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০২ ৭:২৭:৩৫ এএম
জোভান ও নাদিয়া

জোভান ও নাদিয়া

ঢাকায় লেখাপড়া করতে আসা যুবক শহিদ। ট্রেন ভ্রমণের সময় রুপা নামের একটি মেয়ের সঙ্গে স্টেশনে তার প্রথম দেখা। বাবা-মা হারানো রুপাও ঢাকায় লেখাপড়া করেন। স্টেশনে ট্রেনের অপেক্ষায় চা খেতে খেতে শহিদ রূপার আলাপ হয়। নিজের গন্তব্য গোপন করে রুপার সঙ্গে একই ট্রেনে যাত্রা শুরু করেন শহিদ।

ভ্রমণ শেষেও তাদের আলাপ চলতে থাকে নিয়মিত। তবে খুব বেশিদিন টেকেনি সেসম্পর্ক। অপ্রত্যাশিত একটি ঘটনা এলোমেলো করে দেয় সব।  

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘একটি ভালো গল্পের খোঁজে’। মুহাম্মাদ আবু রাজিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহাদী শাওন। এতে শহিদের ভূমিকায় অভিনয় করেছেন জোভান ও রূপার চরিত্রে নাদিয়া।

এছাড়াও আরও অভিনয় করেছেন আশিস আশরাফুল, আনন্দ খালেদ, প্রাণ সারয়ার, ফেরদৌস আরেফিন, শিল্পী মাহমুদা প্রমুখ। শনিবার (০৩ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
জেআইএম/বিএসকে

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-03-02 07:27:35