[x]
[x]
ঢাকা, বুধবার, ২ কার্তিক ১৪২৫, ১৭ অক্টোবর ২০১৮
bangla news

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল (ফটোস্টোরি)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-২৮ ৬:০০:৪৮ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে গত ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গেছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। তাই পছন্দের তারকাকে শেষ শ্রদ্ধা জানাতে আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির হয়েছিলেন বলিউড তারকাসহ হাজার হাজার সাধারণ মানুষ।

বিদায়ের প্রস্তুতিস্বপ্নের নায়িকাকে বিদায় জানাতে আজ অফিস ছুটি নিয়ে চলে এসেছেন অগণিত ভক্ত। এমনকি রাত ১২টা থেকেও অধীর অপেক্ষায় কেউ কেউ লাইন দিয়েছেন স্পোর্টস ক্লাবের সামনে। এসময় কারও হাতে দেখা গেছে শ্রীদেবীর অভিনীত ছবির পোস্টার, কেউ বা হাজির হয়েছেন ফুলের তোড়া নিয়ে।

ছবি: সংগৃহীতবুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে রাখা হয়েছিলো শ্রীদেবীর মরদেহ। পরে সেখান থেকে বিকেল ৪টার দিকে দক্ষিণ মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে নিয়ে যাওয়া হয় তাকে।

চোখের জলে শ্রীদেবীকে বিদায় জানাচ্ছেন তার ভক্ত

লাইনে দাঁড়িয়ে আছেন শ্রীদেবী ভক্তরা

লাইনে দাঁড়িয়ে আছেন শ্রীদেবী ভক্তরা

শেষ শ্রদ্ধা

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

ফুলের তোড়া হাতে নিয়ে শ্রীদেবী ভক্ত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীতবাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
বিএসকে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa