[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

সোনাক্ষীর ছবিতে অতিথি সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-১২ ৫:৫৫:৩৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছর জুনে শুরু হচ্ছে ‘দাবাং-৩’ ছবির শ্যুটিং। ‘দাবাং’র সিক্যুয়েলটিতে ফের জুটি বাঁধছেন সালমান খান ও সোনাক্ষী সিনহা। এ খবর সবার জানা। 

নতুন খবর হচ্ছে, ‘দাবাং-৩’র শ্যুটিং শুরুর আগে আরেকটি ছবিতে একত্রে হাজির হচ্ছেন সালমান-সোনাক্ষী। ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে দর্শক দেখবেন তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি। 

তবে চকরি টলেটি নির্মিত কমেডি ছবিটিতে সাল্লুকে দেখা যাবে অতিথি চরিত্রে। একটি গানে সোনাক্ষীর সঙ্গে পারফর্ম করেছেন ভাইজান। 

টুইটারে ছবিটি পোস্ট করেছেন সোনাক্ষীসম্প্রতি নিউ ইয়র্কে গানটির শ্যুটিং হয়েছে। এই নিয়ে সোনাক্ষী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, এটা সত্যি রোমাঞ্চকর। সালমানের সঙ্গে এটি আমার তৃতীয় ছবি। পুরো গানের শ্যুটিং হয়েছে নিউ ইয়র্কে। বেশ কিছু দিক থেকে গানটি অসাধারণ। পাশাপাশি রোমান্টিক গানটির খুব সুন্দরভাবে চিত্রায়ন করা হয়েছে।  

গানটির একটি স্থিরচিত্র টুইটারে পোস্ট করে সোনাক্ষী বেশ মজার একটি ক্যাপশনও জুড়ে দেন। ২৩ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
জেআইএম/আরআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache