bangla news

‘বেস্ট ফ্রেন্ড’র প্রেমে জোভান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-০৬ ৬:৩০:৩১ এএম
‘বেস্ট ফ্রেন্ড’ নাটকের দৃশ্যে মেহজাবীন ও জোভান

‘বেস্ট ফ্রেন্ড’ নাটকের দৃশ্যে মেহজাবীন ও জোভান

এক বন্ধুর মাধ্যমে শুভ ও ফারিয়ার পরিচয়। অল্প সময়েই সেটি রূপ নেয় ভালো বন্ধুত্বে। একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যান। হঠাৎ ফারিয়ার জীবনে আগমন ঘটে নতুন একজনের। তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ফারিয়া। তখন শুভ উপলব্ধি করেন সেও ফারিয়াকে ভালোবেসে ফেলেছেন। এই নিয়ে তিনজনের মধ্যে শুরু হয় টানাপোড়ন।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘বেস্ট ফ্রেন্ড’। পরিচালনার পাশাপাশি নাটকটির গল্প লিখেছেন প্রবীর রায় চৌধুরী। এতে শুভ চরিত্রে জোভান ও ফারিয়া চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।

নাটকটি প্রসঙ্গে প্রবীর রায় চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকটি সম্পূর্ণ রোমান্টিক ধারার। আশা করি গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখবে।

‘বেস্ট ফ্রেন্ড’-এ রয়েছে দুইটি গান। পিরান খানের সুরে একে কণ্ঠ দিয়েছেন তানভির ইভান।

এতে আরও অভিনয় করেছেন আজাদ, নবী, লামিয়া, ইলমা, সেতুসহ প্রমুখ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এনটিভিতে রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটকটি।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
জেআইএম/বিএসকে

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-02-06 06:30:31