bangla news

চয়নিকার পরিচালনায় প্রথমবার ভাবনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-০৪ ৮:৫৫:১৬ এএম
চয়নিকা চৌধুরীর, আশনা হাবিব ভাবনা ও সজল

চয়নিকা চৌধুরীর, আশনা হাবিব ভাবনা ও সজল

টিভি পর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় প্রথমবারের মতো কাজ করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

বাংলানিউজকে ভাবনা বলেন, চয়নিকা দিদি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। নারী নির্মাতার মধ্যে তিনি সবচেয়ে এগিয়ে আছেন। তার অনেক জনপ্রিয় কাজ রয়েছে।

‘অথচ তার সঙ্গে আমার কাজ করা হয়ে ওঠেনি। এবার প্রথমবারের মতো দিদির পরিচালনায় নাটকে কাজ করছি। নাটকটির গল্পও অসাধারণ।’

তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চাননি ‘ভয়ংকর সুন্দর’ খ্যাত এই অভিনেত্রী।
 
খণ্ড নাটকটির নাম ‘সন্ধ্যার আগে’। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে নাটকটির শ্যুটিং শুরু হয়েছে। এতে ভাবনার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। নাটকে ভাবনা ও সজল স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
জেআইএম/এমএ

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-01-04 08:55:16