ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

বিনোদন

বিশিষ্ট নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বিশিষ্ট নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু আর নেই নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি রাহিজা খানম ঝুনু আর নেই। (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সোমবার (২৬ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ফুসফুসজনিত সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন ঝুনু।

মৃত্যুকালে তিনি স্বামী আমানুল্লাহ চৌধুরী এবং দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওই হাসপাতাল থেকে ঝুনুর মরদেহ নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার কয়েরটুলি এলাকায় বাসভবনে। সেখানে জোহরের নামাজের পর তার প্রথম জানাজা ও দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ নভেম্বর) ময়মনসিংহের ভালুকায় বাদ জোহর নৃত্যুগুরু ঝুনুর দাফন সম্পন্ন করা হবে।

এদিকে রাহিজা খানম ঝুনুর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।