ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রানী পদ্মাবতী হাজির…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
রানী পদ্মাবতী হাজির… ‘পদ্মাবতী’ ছবির পোস্টার

তৈরি হচ্ছে সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’। সময় যতো এগোচ্ছে নতুন নতুন তথ্য সামনে আসছে। এরই মধ্যে এবার প্রকাশ্যে এলো ছবিটির প্রথম পোস্টার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘পদ্মাবতী’ পোস্টার শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। যেখানে দেখা যাচ্ছে, রানী পদ্মাবতী রূপে হাজির হয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

শুরু থেকেই বিতর্ক চলছে সঞ্জয়লীলা বানশালির এই ছবিটি নিয়ে। ইতিহাস ভুলভাবে চিত্রিত করা হচ্ছে— এমন অভিযোগে ছবির সেটে ভাংচুর চালায রাজপুত কার্নি সেনা। তাতে কি! পোস্টারে পদ্মাবতীর জোড়া ভুরু ও রাজপুত নারীদের মতো টেনে বাঁধা দীপিকার চুল নজর কেড়েছে সবার।

সম্প্রতি ছবিটি ঘিরে আরও একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। শোনা যাচ্ছে, এতে শুধু দীপিকা নন, এক পুরুষের প্রেমেও পড়তে দেখা যাবে রণবীর সিংকে। ‘পদ্মাবতী’তে আরও অভিনয় করেছেন শহিদ কাপুর। ১ ডিসেম্বর মুক্তি পাবে এটি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।