bangla news

‘ধ্যাততেরিকি’ বৈশাখে একটাই ছবি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-১৩ ৫:৪৮:৪৪ পিএম
ধ্যাততেরিকি পোস্টার

ধ্যাততেরিকি পোস্টার

শ’ খানেক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বৈশাখের একমাত্র ছবি ‘ধ্যাততেরিকি’। শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে এটি হাস্যরসাত্মক ধাঁচের ছবি। 

সত্যি তাই, ‘দবির সাহেবের সংসার’-এর পর জাজ মাল্টিমিডিয়া তৈরি করেছেন এমন ধাঁচের ছবি। আরিফিন শুভ ও ফারিয়ার খুনসুঁটি তো থাকছেই, তাদের সঙ্গে যোগ দিয়েছেন নতুন জুটি রোশান ও ফারিন। রজতাভ দত্তের কথা না বললেই নয়…

শামীম আহাম্মেদ রনির তৃতীয় ছবি এটি। ‘মেন্টাল’, ‘বসগিরি’র পর শাকিবের বাইরে ছবি বানালেন উদীয়মান এই নির্মাতা। তবে জাজের ঘরে এটি তার প্রথম কাজ। 

নির্মাতা জানান, ছবির প্রধান অভিনয়শিল্পীদের নিয়ে ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াবেন তিনি। ‘ধ্যাততেরিকি’ মুক্তির প্রথম দিনেই দর্শকদের চমকে দেবেন তারা।
 
বাংলাদেশ সময় ০৩৪২ ঘন্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসও/এমএমকে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2017-04-13 17:48:44