ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

বিনোদন

বৈশাখে লুৎফর হাসানের ‘একলা লাগে খুব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
বৈশাখে লুৎফর হাসানের ‘একলা লাগে খুব’ লুৎফর হাসান

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’, ‘আমার আকাশ পুরোটাই’, ‘তোমার কী ছুটি মেলেনা’, ‘কান্না কান্না লাগে’ গানগুলো দিয়ে নজর কেড়েছেন কণ্ঠশিল্পী লুৎফর হাসান। এবার আসছে শিল্পীর ষষ্ঠ একক। এর নাম ‘একলা লাগে খুব’।

লুৎফর জানান, নিয়মিত লেখালেখি আর গান বাঁধেন তিনি। নিজের লেখা অধিকাংশ গান নিয়ে প্রকাশ করছেন নতুন একক।

শিরোনাম গানটি লিখেছেন সাদাত হোসাইন। লুৎফরের সুরে গানগুলোতে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আটটি গান নিয়ে সাজানো অ্যালবামটি প্রকাশ করবে জি সিরিজ।

দুটি গানে লুৎফরের সহশিল্পী পুতুল ও কলকাতার পৌলমি গাঙ্গুলি। এ ছাড়া ‘বর্ণমালার গান’ শিরোনামের গানটিতে থাকছে লুৎফর হাসানের কন্যা দুপুর ও আল মাসুদের কণ্ঠ।  পহেলা বৈশাখে প্রকাশ হবে ‘একলা লাগে খুব’।  

* ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।