ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

অস্কারে সেরা অভিনেতা ক্যাসি অ্যাফ্লেক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
অস্কারে সেরা অভিনেতা ক্যাসি অ্যাফ্লেক ক্যাসি অ্যাফ্লেক (ছবি: সংগৃহীত)

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৯তম আসরে সেরা অভিনেতা হয়েছেন ক্যাসি অ্যাফ্লেক।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৯তম আসরে সেরা অভিনেতার পুরস্কার নিয়ে ঘরে তুললেন ক্যাসি অ্যাফ্লেক। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি পেলেন তিনি।

ক্যাসির সঙ্গে সেরা অভিনেতা বিভাগে অস্কারের জন্য লড়াই করেছেন- ডেনজেল ওয়াশিংটন (ফেনসেস), রায়ান গসলিং (লা লা ল্যান্ড), ভিগো মর্টেনসেন (ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকসো রিজ)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করেছেন টক শো সঞ্চালক জিমি কিমেল।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বিএসকে

** সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মাহারশালা আলির অস্কার জয়
** ভায়োলা ডেভিস জিতলেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার
** অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘দ্য সেলসম্যান’
** অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি ‘জুটোপিয়া’
** স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের অস্কার গেলো সিরিয়ায়
** সেরা গান ‘সিটি অব স্টারস’
** তরুণের হাতে সেরা পরিচালকের অস্কার
** সেরা অভিনেত্রী এমা স্টোন
** ‘লা লা ল্যান্ড’ নয় অস্কারে সেরা হলো ‘মুনলাইট’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।