ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘ভুবন মাঝি’র বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
‘ভুবন মাঝি’র বিশেষ প্রদর্শনী ‘ভুবন মাঝি’ ছবির পোস্টার

স্বাধীনতার মাসে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের ছবি ‘ভুবন মাঝি’। আগামী ৩ মার্চ ছবিটি সারাদেশে মুক্তি পাচ্ছে। এর আগে ছবিটির বিশেষ প্রদর্শনী (প্রিমিয়ার শো) দেখবেন আমন্ত্রিত অতিথিরা।

‘ভুবন মাঝি’র পরিচালক ফাখরুল আরেফিন খান জানান, দেশপ্রেমের ছবিটি নির্মাণ করতে গিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। এর বেশিরভাগই ভালো লাগার।

১ মার্চ আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের সামনে কিছু অভিজ্ঞতা তুলে ধরবে ‘ভুবন মাঝি’ টিম, পাশাপাশি একসঙ্গে ছবিটি দেখবেন সবাই।

নির্মাতা আরও জানান, ১ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘ভুবন মাঝি’র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এদিকে ছবিটির প্রচারে ঢাকায় আসছেন অভিনেতা পরমব্রত। বিশেষ প্রদর্শনীতে তারও উপস্থিত থাকার কথা।

‘ভুবন মাঝি’ ছবিতে অপর্ণা অভিনয় করছেন পূর্ব পাকিস্তানের সম্ভ্রান্ত ঘরের তরুণী ফরিদা চরিত্রে। আর পরমব্রতকে দেখা যাবে লালন ভাবাদর্শের নহির বাউলের ভূমিকায়। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা, সুষমা সরকার, ওয়াকিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।