ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

বিনোদন

১৯ দেশের ২৭ শিল্পীর ছবি নিয়ে মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
১৯ দেশের ২৭ শিল্পীর ছবি নিয়ে মেলা ‘ছবি মেলা’ ঘিরে সংবাদ সম্মেলন (ছবি: সংগৃহীত)

ঢাকায় আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবি মেলা’। দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে ২০০০ সাল থেকে এর আয়োজন করে আসছে। ৩ ফেব্রুয়ারি ‘ছবি মেলা’র নবম আসর বসছে। 

এবারের ছবি মেলার মূল প্রতিপাদ্য ‘অবস্থান্তর’। দু’ সপ্তাহব্যাপী এবারের উৎসবে বাংলাদেশসহ ১৯টি দেশ অংশ নেবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২৭জন আলোকচিত্রীর এ উৎসবে যোগ দেওয়ার কথা। উৎসবের মূল প্রদর্শনীস্থল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ ছাড়া পুরান ঢাকার তিনটি স্থানে এ উৎসব অনুষ্ঠিত হবে। থাকবে ভ্রাম্যমাণ প্রদর্শনী।

সোমবার (১৬ জানুয়ারি) ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন উৎসব পরিচালক শহিদুল আলম, ছবি মেলা ৯-এর কিউরেটরিয়াল টিমের সদস্য এ এস এম রেজাউর রহমান, মাহবুবুর রহমান, মুনেম ওয়াসিফ ও স্থপতি সালাউদ্দিন আহমেদ। লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজনের প্রেস অ্যান্ড মিডিয়ার প্রধান মুনিরা মোরশেদ মুন্নী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯টি দেশের ২৭ জন শিল্পীর ৩১টি প্রদর্শনী থাকবে। কানু গান্ধীর ‘কানু’স গান্ধী’, নাসির আলী মামুনের ‘দ্য পোয়েট উইথ দ্য ক্যামেরা, ফটোগ্রাফস অব নাসির আলী মামুন/ফটোজিয়াম (১৯৭২-১৯৮২)’, পুষ্পমালা এনের ‘নেটিভ উইমেন অব সাউথ ইন্ডিয়া: ম্যানারস অ্যান্ড কাস্টমস’ (২০০০-২০০৪), নাঈম মোহাইমেনের ‘ইউনাইটেড রেড আর্মি’, স্ট্যানলি গ্রিনের ‘ওপেন উন্ড’র মতো দেশ-বিদেশের বিখ্যাত সব আলোকচিত্রীর তোলা ছবি থাকছে এবারের আয়োজনে। এ বছরই প্রথমবারের মতো ছবি মেলা ১০জন বাংলাদেশি শিল্পীকে ‘ফেলো’ হিসেবে নির্বাচিত করে তাদের বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শন করছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।