ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

একমঞ্চে গাইলেন রুনা ও সাবিনা (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
একমঞ্চে গাইলেন রুনা ও সাবিনা (ভিডিও) সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে অনেকদিন পর একমঞ্চে গান গাইলেন দেশের দুই সুরের পাখি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। শুক্রবার (১৬ ডিসেম্বর) ঢাকার মানিক মিয়া এভিনিউতে হাজার হাজার শ্রোতা মুগ্ধ হয়েছে তাদের গায়কীতে।

মহান বিজয় দিবস উপলক্ষে অনেকদিন পর একমঞ্চে গান গাইলেন দেশের দুই সুরের পাখি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। শুক্রবার (১৬ ডিসেম্বর) ঢাকার মানিক মিয়া এভিনিউতে হাজার হাজার শ্রোতা মুগ্ধ হয়েছে তাদের গায়কীতে।

পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত ‘মৃত্যঞ্জয়ী বাংলাদেশ’ শীর্ষক এ কনসার্টে সন্ধ্যা সাতটায় মঞ্চে আসেন সাবিনা ইয়াসমিন। তিনি শুরুতে গেয়েছেন ‘সবকটা জানালা খুলে দাও না’। এরপর একে একে পরিবেশন করেন ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’, ‘সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে’ এবং ‘মাঝি নাও ছাইড়া দে’ গানগুলো।

রাত আটটায় সুরের মুর্ছনা ছড়ান রুনা লায়লা। তিনি শুরুতে গেয়েছেন ‘দেশের জন্য যারা দিয়ে গেছে প্রাণ’। তার দ্বিতীয় পরিবেশনায় ছিলো ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে’। এরপর রুনা গেয়ে শোনান ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’ এবং ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’।

মাঝে সাবিনার পর মঞ্চে আসেন মমতাজ। তিনি একে একে গেয়ে শোনান ‘ওই আকাশটা হতো যদি আমার ডায়েরির পাতা’, ‘লোকে বলে বাংলায় যতোদিন রবে’, ‘মনপুরা’ ছবির ‘আগে যদি জানতাম রে বন্ধু’, ‘গান গেয়েছিলো খাজা যেইদিন’ এবং ‘খায়রুন সুন্দরী’ ছবির ‘খায়রুন লো’।

* বাংলানিউজের ক্যামেরায় রুনা লায়লার কণ্ঠে ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে’:

* বাংলানিউজের ক্যামেরায় সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘সবকটা জানালা খুলে দাও না’:

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।