ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

বিনোদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মল চত্বরে শুদ্ধভাবে জাতীয় সংগীত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মল চত্বরে শুদ্ধভাবে জাতীয় সংগীত সুজেয় শ্যাম, শাহীন সামাদ, ফকির আলমগীর, রথীন্দ্রনাথ রায়

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মল চত্বরে অনুষ্ঠিত হবে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনা।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মল চত্বরে অনুষ্ঠিত হবে শুদ্ধভাবে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় গায়ক-গায়িকাদের পাশাপাশি সব শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশাবাদ আয়োজক আরটিভির।

শুদ্ধভাবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইবেন শাহীন সামাদ, সুজেয় শ্যাম, রথীন্দ্রনাথ রায়, ফেরদৌস আরা, প্রিয়াঙ্কা গোপ, শফি মন্ডল, মৌটুসী, সমরজিৎ রায়, রাজিব, ঐশী, ইন্দ্রমোহন রাজবংশী, ফকির আলমগীর, পুতুল, দিঠি আনোয়ার, অলোক সেন, দেবলীনা সুর, কর্নিয়া। এ সময় আরও থাকছে বাফার শিল্পীদের পরিবেশনা।

এর আগে সকাল সাড়ে আটটায় শুরু হবে অনুষ্ঠান। চলবে বিকেল চারটা পর্যন্ত। অনুষ্ঠানে স্মৃতিচারণ করবেন রামেন্দু মজুমদার ও ড. সৈয়দ আনোয়ার হোসেন। আবৃত্তি করবেন সৈয়দ হাসান ইমাম, কবি আসাদ চৌধুরী, শিমুল মুস্তাফা প্রমূখ। পুরো আয়োজন সরাসরি দেখা যাবে আরটিভির পর্দায়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।